বিজ্ঞাপন

 


গোটা দেশেই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা; মহারাষ্ট্র ছাড়াও দিল্লি, কেরল, পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, চণ্ডীগড়, তামিলনাডু, গুজরাটের মতো বহু রাজ্যেই রীতিমতো চোখ রাঙাচ্ছে করোনা। এই রাজ্য গুলির মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সব চেয়ে খারাপ। অল্প কয়েক দিনের মধ্যেই আক্রান্ত হয়েছেন আমির খান, আর মাধবন, আলিয়া ভাট, গওহর খান, বাপ্পী লাহিড়ী, পরেশ রাওয়ালের মতো তারকারা।

আরও পড়ুনঃ ভাঙছে গত বছরের রেকর্ড! একদিনে করোনায় আক্রান্ত লক্ষাধিক।

কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন রণবীর কাপুরও।  আর গত পরশু খবর  করোনা আক্রান্ত অক্ষয় কুমার। আর এরপরই সোমবার হাসপাতালে ভর্তি হলেন তিনি। এই খবর জানিয়েছেন তিনি নিজেই। অক্ষয় এদিন টুইটারে লেখেন, ‘সকলকে ধন্যবাদ আপনাদের উষ্ণ শুভেচ্ছা বার্তা ও প্রার্থনার জন্য, মনে হচ্ছে সেগুলো কাজে আসছে। আমি ভালো আছি কিন্তু আগাম সতর্কতা স্বরূপ, চিকিত্সকের পরামর্শ মেনে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। আমি আশা করছি দ্রুত বাড়ি ফিরে যাব’।

বলিউড অভিনেতা কাজ করছিলেন তাঁর নতুন ছবি ‘রামসেতু’-র। হঠাত্‍ই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই সেটে থাকা ৭৫ জনের করোনা টেস্ট করানো হয়েছিল। তার মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ হয়েছে। এই পরিস্থিতিতে তড়িঘড়ি শ্যুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল ইউনিটের তরফ থেকে।


Post a Comment

নবীনতর পূর্বতন