বিজ্ঞাপন

 


পাঞ্জাবের পর এবার হিমাচল। হিমাচল প্রদেশে পুরসভা ভোটে ভরাডুবি বিজেপির। বিজেপি এবার পাঞ্জাবের পর হিমাচল প্রদেশের পুর নির্বাচনেও বড় ধাক্কা খেল। কংগ্রেস হিমাচল প্রদেশে নিজেদের হারানো জমি পুনরুদ্ধারের পথে। কারণ কংগ্রেস নেতৃত্ব সদ্যসমাপ্ত পুরসভা নির্বাচনের ফলাফল দেখার পর এমনটাই মনে করছেন।

আরও পড়ুনঃ কাল ভোট, তার আগেই তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত শিতলকুচি।

কংগ্রেস এবারের নির্বাচনে চারটি পুরসভার মধ্যে দুটি দখল করে ফেলেছে। বাকি দুটির মধ্যে একটি পেয়েছে বিজেপি। অপরটিতে কোনও দলই ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। তবে একক বৃহত্তম দলের মর্যাদা পেয়েছে বিজেপি।
 প্রসঙ্গত উল্লেখ্য,গত ৭ এপ্রিল পুরসভা নির্বাচনের প্রথম দফায় চারটি মিউনিসিপ্যালিটিতে ভোটগ্রহণ হয়।চারটির মধ্যে পালামপুর এবং সোলানে ম্যাজিক ফিগার পেয়ে যায় কংগ্রেস। অন্যদিকে, মাণ্ডি পুরসভা বিজেপির দখলে গেলেও, ধরমশালায় কোনও দলই সংখ্যা গরিষ্ঠতা পায়নি। তবে একক বৃহত্তম দলের মর্যাদা পেয়েছে বিজেপি।
বিজেপির দখলে ধরমশালায় সবমিলিয়ে ১৭টি ওয়ার্ডের মধ্যে ৮টি গিয়েছে।বাকিগুলির মধ্যে পাঁচটি পেয়েছে কংগ্রেস এবং চারটিতে জিতেছেন নির্দল প্রার্থীরা।তবে বিজয়ী নির্দলের মধ্যে বেশিরভাগই আবার বিক্ষুব্ধ বিজেপি।তাই তাঁদের সহায়তায় ধরমশালা পুরসভা দখলে নিতে মরিয়া সে রাজ্যের শাসক দল।
তবে রাজনৈতিক মহলের মতে, এই কাজ খুব একটা কঠিন হবে না স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষে। তবে মাণ্ডিতে ১৫টি ওয়ার্ডের মধ্যে ১১টিই গিয়েছে গেরুয়া শিবিরের দখলে।কংগ্রেস জিতেছে মাত্র চারটি আসনে।

Post a Comment

নবীনতর পূর্বতন