বিজ্ঞাপন

                                                   চিত্র সূত্র:- Newz 18 বাংলা

আসানসোল: বাংলার ছেলে গান গেয়ে আসমুদ্রহিমাচল কাঁপিয়েছিলেন ৷ তাঁর গলার জাদুতে মাতোয়ারা ছিল গোটা দেশ ৷ গানের জগৎ থেকে সোজা ভোটের ময়দানে ৷ তাতেও সুপার হিট ৷ গতবার বিজেপি’র টিকিটে লড়ে সাংসদ হয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ এখানেই শেষ নয় ৷ কেন্দ্রীয়মন্ত্রীও ছিলেন তিনিই ৷ এমনকী শোনা যায় এই বিজেপি নেতা নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত স্নেহভাজন ৷ এ বার তিনি আসানসোল থেকে বিজেপি’র টিকিটে লড়াই করছেন ৷

চলছে জোরদার প্রচার ৷ এর মধ্যে বিজেপি’র প্রচারের জন্য একটি গান বানিয়েছিলেন বাবুল ৷ যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি ৷ নির্বাচন কমিশনের তরফে এই গানটির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ এ বার আরেকটি ঘটনা এল সামনে ৷

বাবুল সুপ্রিয়র ফ্ল্যাটের সামনেই টাঙানো ছিল ব্যানার। তাতে লেখা-‘চৌকিদার চোর হ্যায়’। ব্যানার দেখেই রেগে অগ্নিশর্মা আসানসোলের বিজেপি প্রার্থী। বাঁশ দিয়ে ছিঁড়ে নীচে নামালেন ব্যানার। তারপর নিজেই তাতে ধরালেন আগুন। ঘটনা ঘিরে চাঞ্চল্য আসানসোলের মহিশিলায়। ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করেছেন বাবুল। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁর ফ্ল্যাটের সামনে ওই ব্যানার টাঙানো হয়েছিল। এটা তৃণমূলের প্ররোচনামূলক আচরণ বলেও দাবি করেন তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন