বিজ্ঞাপন

 


নিজস্ব প্রতিনিধি: তিনি ধুরন্ধর রাজনীতিক হিসেবে পরিচিত। বঙ্গ বিজেপির রাজ্য জয়ের জন্য স্ট্যাটেজি ঠিক করে কর্মীদের নিয়ে কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে। মধ্যপ্রদেশ থেকে এই রাজ্যে আসা কৈলাস বিজয়বর্গীয় শুধু রাজনীতির জগতে আটকে থাকতে চান না। তিনি যে ভাল গান গাইতে পারেন, তা এবার দেখিয়ে দিলেন।

গতকাল হাওড়ার বাগনানে একটি গণবিবাহের আসরে উপস্থিত ছিলেন এই বিজেপি নেতা। সুন্দর পরিবেশে হঠাৎ মাইক নিয়ে তিনি গাইতে শুরু করেন মহাম্মদ রফির গান। সুরেলা কণ্ঠে তাঁর গান শুনে অনেকেই খুশি হন। ‘নীলকমল’ ছবিতে মহাম্মদ রফির গাওয়া ‘বাবুল কী দুয়াই লেতে যা, ইয়া তুঝকো সুখী সাংসার মিলে…’। কৈলাসের কণ্ঠে এই গান শুনে উপস্থিত জনতা করতালি দিয়ে তাঁকে উৎসাহ দেন।

​উল্লেখ্য, গত সপ্তাহে উত্তরবঙ্গে একটি গণবিবাহের আসরে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নবদম্পতিদের সঙ্গে আলাপচারিতার পর তাদের আশীর্বাদ করেন তিনি। এরপর আদিবাসীদের সঙ্গে পা মিলিয়ে আদিবাসী নৃত্যে অংশগ্রহণ করেন।

​বাগনানের ইউনাইটেড ক্লাব গত কয়েক বছর ধরে এই গণবিবাহের আয়োজন করে চলেছে। এদিন ২০১ জোড়া দম্পতির গণবিবাহ হয় এখানে। সেই গণ বিবাহের আসরে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও সাংসদ সৌমিত্র খাঁ। কৈলাস বিজয়বর্গীয় নবদম্পতিদের জন্য উপহার পাঠানোর আশ্বাস দেন।

Post a Comment

নবীনতর পূর্বতন