বিজ্ঞাপন


কোচবিহার: বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে প্রথম দফার ভোট ৷ আগামিকাল কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট। তার আগে কোচবিহার যাচ্ছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। বিমানে বাগডোগরায় নেমে চপারে যাবেন কোচবিহারে। ভোট পরিস্থিতি দেখতে কোচবিহারে যাচ্ছেন বলে বিমানবন্দরে জানালেন বিবেক দুবে।
লোকসভা নির্বাচনে কোচবিহারে ভোটার সংখ্যা ১৮ লক্ষ ১০ হাজার ৬৬০। মোট ভোটগ্রহণ কেন্দ্র ২০১০টি। মোট ভোটকর্মী ৮০৪০ জন। কোচবিহারে ৬০০'র বেশি বুথ স্পর্শকাতর। মোতায়েন করা হয়েছে ৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ১০৬০টি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী।

Post a Comment

নবীনতর পূর্বতন