বিজ্ঞাপন

  


ডিজিটাল ডেস্ক:-অশনি (Cyclone Asani) এখনও বঙ্গোপোসাগারে মাঝে। পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসছে এটি। তবে তার জেরেই কলকাতায় শুরু হল বিক্ষিপ্ত বৃষ্টি। সকাল থেকেই আকাশের মুখভার। ঘড়ির কাঁটা ৮:৩০ পেরোতেই শহরের বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি।

জানা গেছে, বঙ্গোপোসাগরের উত্তর পশ্চিম দিকে অর্থাৎ অন্ধ্র-ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে ‘অশনি’। হাওয়া অফিস সূত্রের খবর, এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এখন ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনমের থেকে ৭৪০ কিমি দূরে অবস্থিত। পুরী থেকে দূরত্ব ৬৪০ কিমি। মঙ্গলবার রাত পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের শক্তি অনেকটাই বেশি থাকবে। তারপর ধীরে ধীরে শক্তিক্ষয় হবে এই অশনির।

হাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দিনভর। সেইমতোই সোমবার সকাল থেকেই শুরু হল বৃষ্টি। কেটেছে রাতের গুমোটভাব। (Weather Update)

দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেই মূলত চোখ রাঙাবে অশনির প্রভাব। ফলে ঝোড়ো হাওয়ার সঙ্গে দু-এক পশলা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বুধ ও বৃহস্পতিবারও পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রের খবর।

ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়ে গেছে বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই আজ। তবে আগামীকাল থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে খবর আবহাওয়া দফতরের। বুধবারও এই জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন