#বর্ধমান: তোলপাড় ফেলে দিল এক চোখের গরু! গল্পকথা নয়, এক্কেবারেই সত্যি! বর্ধমানের একটি গ্রামে জন্ম নিল অদ্বুত এক গরু যার একটামাত্র চোখ! জন্মের পরই গরুটিকে দেখতে ভিড় জমিয়েছে গ্রামের বাসিন্দারা! অনেকেই তাকে ভগবান মনে করে পুজোও করছেন।
এক চোখা গরুটির ছবি এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল! গরুর মুখ ও নাক এখনও সঠিকভাবে গঠন হয়নি। গরুটির মালিক জানান, জন্মাবার পর থেকেই গোটা গ্রাম উপচে পড়েছে গরুটিকে এক ঝলক দেখার জন্য। সিংহভাগের মত, ভগবানের ছদ্মবেশে গরুটি এসেছে। চলছে গরু পুজো। কিন্তু গরুটির একটা চোখ কেন ? পশু চিকিৎসকেদের বক্তব্য, এই অসুখটির নাম সাইক্লোপিয়া। মানুষদেরও হতে পারে। এই অসুখে প্রাণীর রেটিনার সঠিক গঠন হয় না।

একটি মন্তব্য পোস্ট করুন