বিজ্ঞাপন

 আগেই সিইও মনোজ আগরওয়ালের দফতর থেকে নবান্নে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছিল। কমিশনের চিঠির জবাব এখনও নবান্ন দেয়নি। এ ব্যাপারে সদর্থক কোনও জবাব পাওয়া যাবে না বলেই মনে করছে সিইও অফিস। 

SIR-এর মধ্যেই সিইও দফতরের ঠিকানা বদল? নতুন অফিস পরিদর্শন কমিশনের

ফাইল ছবি

এসআইআরের (SIR) কাজের মধ্যে ফের রাজ্যের সিইও দফতরের (CEO Office) ঠিকানা বদলের জল্পনা বাড়ল। মধ্য কলকাতায় সিইও-র যে দফতর রয়েছে তা আয়তনে ছোট। আরও বড় অফিস দরকার মুখ্য নির্বাচন আধিকারিকের (CEO)। এমন কারণেই ওই অফিসের ঠিকানা বদলাতে চাইছে কর্তৃপক্ষ। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন (ECI) এবং সিইও দফতরের মধ্যে ভার্চুয়াল বৈঠক (Virtual Meeting) হয়। সেই বৈঠকে ফের এই প্রসঙ্গ ওঠে বলে সূত্রের খবর।

কলকাতায় শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Shipping Corporation of India) স্ট্র্যান্ড রোডে যে অফিস রয়েছে তার দুটি ফ্লোর নিতে উদ্যোগী কমিশন বলে খবর। সূত্র মারফৎ জানা গেছে, বুধবার ওই বিল্ডিংয়ের অফিস ফ্লোরও পরিদর্শন করে এসেছেন সিইও-র আধিকারিকরা। তবে অফিস কবে স্থানান্তর হবে, সে বিষয়ে এখনও স্পষ্টত কোনও তথ্য মেলেনি।

আগেই সিইও মনোজ আগরওয়ালের (CEO Manoj Agarwal) দফতর থেকে নবান্নে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছিল। কমিশনের চিঠির জবাব এখনও নবান্ন (Nabanna) দেয়নি। এ ব্যাপারে সদর্থক কোনও জবাব পাওয়া যাবে না বলেই মনে করছে সিইও অফিস। ফলে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের ঠিকানা আদতে বদলাবে কিনা, বা বদলালেও নবান্নের অনুমতির জন্য তারা অপেক্ষা করবে কিনা, সেটাও প্রশ্ন।

Post a Comment

নবীনতর পূর্বতন