ফোন প্রস্তুতকারক সংস্থা OnePlus তাদের OnePlus 9R-এ একটি আপডেট যুক্ত করতে চলেছে। সংস্থার তরফে যুক্ত করা হচ্ছে OxygenOS এর নয়া আপডেট। এর আগেও একাধিকবার সংস্থা তাদের স্মার্টফোনটি উন্নতির জন্য আপডেট যুক্ত করেছিল। মে মাসে স্মার্টফোনের ক্যামেরা (camera), গ্যালারি (gallery) এবং সিস্টেমের (system) উন্নতির জন্য ভারতে দেওয়া হয়েছিল OxygenOS 11.2.1.2 আপডেটটি। পাশাপাশি কিছুদিন আগেও OnePlus 9 এবং OnePlus 9 Pro স্মার্টফোনের জন্য দেওয়া হয়েছিল OxygenOS 11.2.6.6 নয়া আপডেটটি।
সম্প্রতি OnePlus তাদের নয়া আপডেটের কথাটি ঘোষণা করেছে কমিউনিটি ফোরামে। যেখানে সংস্থা বিশদে OxygenOS 11.2.3.3 আপডেটের কথা জানিয়েছে। এর পাশাপাশি সংস্থার তরফে গ্রাহকদের ভালো অভিজ্ঞতার জন্য সমস্ত সমস্যাগুলির সামাধানের কথাও উল্লেখ করা হয়েছে।
OnePlus 9R এর অনেক ব্যবহারকারী hotfix আপডেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যারা গত মাসে OxygenOS 11.2.1.2 পেয়েছিল। যদিও সংস্থার তরফে জানানো হয়েছে নয়া আপডেটটির একটি নোটিফিকেশন দেওয়া হবে গ্রাহকদের। আপডেটের নোটিফিকেশন পেলে গ্রাহকদের স্মার্টফোনের সেটিংস এর বিকল্পে গিয়ে প্রথমে সিস্টেম এবং তারপর সিস্টেম আপডেটের মধ্যে থাকা ডাউনলোড বিকল্প নির্বাচন করতে হবে। ডাউনলোড হওয়ার পর তা ইনস্টল করলে ব্যবহারকারীর স্মার্টফোনে যুক্ত হয়ে যাবে নতুন আপডেটটি।
গ্রাহকদের স্মার্টফোনের সেটিংস এর বিকল্পে গিয়ে প্রথমে সিস্টেম এবং তারপর সিস্টেম আপডেটের মধ্যে থাকা ডাউনলোড বিকল্প নির্বাচন করতে হবে। ডাউনলোড হওয়ার পর তা ইনস্টল করলে ব্যবহারকারীর স্মার্টফোনে যুক্ত হয়ে যাবে নতুন আপডেটটি।
চলতি বছরের মার্চ মাসে আত্মপ্রকাশ করেছিল OnePlus 9R স্মার্টফোনটি। প্রকাশের সময় ফোনে রাখা হয়েছিল Android 11 এর ওপর ভিত্তি করে OxygenOS 11 এর ব্যবস্থা। পাশাপাশি রয়েছে একটি ৬.৫ ইঞ্চি full-HD+ OLED ডিসপ্লের সঙ্গে ১২০ হার্জ রিফ্রেস রেট। একটি Snapdragon 870 চিপসেট দ্বারা চালনা করা হয় স্মার্টফোনটি, যার সঙ্গে যুক্ত থাকে 8GB RAM এবং 128GB অনবোর্ড স্টোরেজের পরিষেবা।
ক্যামেরার জন্য OnePlus 9R স্মার্টফোনটিতে রয়েছে একটি quad rear ক্যামেরা সেটআপ। এই সেটআপে অন্তর্ভুক্ত রয়েছে, একটি 16-megapixel wide-angle সেন্সার, একটি 5-megapixel macro সেন্সার, এবং একটি 2-megapixel monochrome সেন্সার। সেলফি এবং ভিডিও কলের জন্য রাখা হয়েছে একটি 16-megapixel সেন্সারের ব্যবস্থা। এছাড়াও OnePlus 9R এ একটি 4,500mAh ব্যাটারি পরিষেবা রয়েছে, যা ৬৫ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে।
একটি মন্তব্য পোস্ট করুন