সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: রূপনারায়ণ নদের জলে ক্ষতিগ্রস্থ হয়েছে বাগনানের তিনটি মৌজার ফুল চাষ। বৃহস্পতিবার সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বাগনান কেন্দ্র কিষাণ ও ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রনাথ বসু। সম্প্রতি জোয়ারের জল এলাকার একটি স্লুইস গেট ভেঙে ভাসিয়ে দিয়েছে বাগনান-২ ব্লকের প্রায় তিনটি মৌজার কয়েকশো বিঘার ফুলচাষ। ক্ষতিগ্রস্থ তিনটি মৌজা হল হেলেদ্বীপ, বাঁকুড়দহ ও বরুন্দা। নদীর জলে হেলেদ্বীপ ও বাঁকুড়দহ মৌজার প্রায় সমস্ত ফুল চাষ নষ্ট হয়েছে। বরুন্দা মৌজার অনেকটাই ফুল চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চন্দ্রনাথবাবু জানিয়েছেন। তিনি জানান এই ঘটনায় অন্ততপক্ষে আড়াইশো ফুল চাষী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বৃহস্পতিবার তিনি স্থানীয় উপপ্রধান রঘুনাথ জানা, পঞ্চায়েত সদস্য চন্দন দুয়া, হিরণ্ময় চক্রবর্তী সহ আরও কয়েকজনকে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। ফুল চাষীদের মধ্যে বুলটি খাঁড়া, প্রশান্ত খাঁড়া, অনন্ত খাঁড়া জানান ওই এলাকায় জারবেরা, গোলাপ, দোপাটি, অপরাজিতা, জবা, টগর সহ বিভিন্ন রকমের ফুলের চাষ হয়। হাওড়ার মল্লিকঘাট ফুল বাজারে যত ফুল আসে তার ৮০ শতাংশই বাগনান-২ ব্লক এলাকা থেকে যায়। করোনা উদ্ভূত পরিস্থিতিতে লকডাউনের কারণে এমনিতেই তাঁরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে তাঁরা সবথেকে সমস্যায় পড়েছেন। মার্চ মাসের শেষ দিক থেকে প্রায় দিনই উৎপাদিত ফুল এমনিতেই নদীর জলে ভাসিয়ে দিতে হয়েছে। লকডাউন ওঠার পরে কোলাঘাট ও পার্শ্ববর্তী এলাকায় তাঁরা যেটুকু ফুল বিক্রি করতে পারছিলেন সাম্প্রতিক ঘটনা তাঁদের কাছে 'মড়ার উপর খাঁড়ার ঘা' হয়ে নেমে এসেছে। অধিকাংশ ফুলের গাছ জল জমার কারণে পচে নষ্ট হয়ে গিয়েছে। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত চাষিরা সরকারি সহায়তার দিকে তাকিয়ে রয়েছেন। ক্ষতিগ্রস্ত চাষীদের বিষয়টি দলীয় এবং প্রশাসনিক স্তরে উত্থাপন করবেন বলে চন্দ্রনাথবাবু জানান।
সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: রূপনারায়ণ নদের জলে ক্ষতিগ্রস্থ হয়েছে বাগনানের তিনটি মৌজার ফুল চাষ। বৃহস্পতিবার সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বাগনান কেন্দ্র কিষাণ ও ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রনাথ বসু। সম্প্রতি জোয়ারের জল এলাকার একটি স্লুইস গেট ভেঙে ভাসিয়ে দিয়েছে বাগনান-২ ব্লকের প্রায় তিনটি মৌজার কয়েকশো বিঘার ফুলচাষ। ক্ষতিগ্রস্থ তিনটি মৌজা হল হেলেদ্বীপ, বাঁকুড়দহ ও বরুন্দা। নদীর জলে হেলেদ্বীপ ও বাঁকুড়দহ মৌজার প্রায় সমস্ত ফুল চাষ নষ্ট হয়েছে। বরুন্দা মৌজার অনেকটাই ফুল চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চন্দ্রনাথবাবু জানিয়েছেন। তিনি জানান এই ঘটনায় অন্ততপক্ষে আড়াইশো ফুল চাষী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বৃহস্পতিবার তিনি স্থানীয় উপপ্রধান রঘুনাথ জানা, পঞ্চায়েত সদস্য চন্দন দুয়া, হিরণ্ময় চক্রবর্তী সহ আরও কয়েকজনকে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। ফুল চাষীদের মধ্যে বুলটি খাঁড়া, প্রশান্ত খাঁড়া, অনন্ত খাঁড়া জানান ওই এলাকায় জারবেরা, গোলাপ, দোপাটি, অপরাজিতা, জবা, টগর সহ বিভিন্ন রকমের ফুলের চাষ হয়। হাওড়ার মল্লিকঘাট ফুল বাজারে যত ফুল আসে তার ৮০ শতাংশই বাগনান-২ ব্লক এলাকা থেকে যায়। করোনা উদ্ভূত পরিস্থিতিতে লকডাউনের কারণে এমনিতেই তাঁরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে তাঁরা সবথেকে সমস্যায় পড়েছেন। মার্চ মাসের শেষ দিক থেকে প্রায় দিনই উৎপাদিত ফুল এমনিতেই নদীর জলে ভাসিয়ে দিতে হয়েছে। লকডাউন ওঠার পরে কোলাঘাট ও পার্শ্ববর্তী এলাকায় তাঁরা যেটুকু ফুল বিক্রি করতে পারছিলেন সাম্প্রতিক ঘটনা তাঁদের কাছে 'মড়ার উপর খাঁড়ার ঘা' হয়ে নেমে এসেছে। অধিকাংশ ফুলের গাছ জল জমার কারণে পচে নষ্ট হয়ে গিয়েছে। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত চাষিরা সরকারি সহায়তার দিকে তাকিয়ে রয়েছেন। ক্ষতিগ্রস্ত চাষীদের বিষয়টি দলীয় এবং প্রশাসনিক স্তরে উত্থাপন করবেন বলে চন্দ্রনাথবাবু জানান।

একটি মন্তব্য পোস্ট করুন