বিজ্ঞাপন


প্রযুক্তি

পাঁচটি নতুন ডেটা প্ল্যান চালু করেছে রিলায়েন্স জিও, শুরু ২২ টাকা থেকে!

টেকডেস্ক: রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য সুসংবাদ! অন্যতম বেসরকারি টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio ) নিজের জিও ফোন (Jio Phone) গ্রাহকদের জন্য শুধুমাত্র ২২ টাকা থেকে পাঁচটি নতুন ডেটা প্ল্যান চালু করেছে সংস্থা।

পাঁচটি নতুন প্যাক ব্যবহারকারীদের শুধুমাত্র ডেটা পরিষেবা দেওয়ার জন্য। অর্থাৎ, তাঁরা অতিরিক্ত ডেটার জন্য অতিরিক্ত প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন নতুন এই প্যাকগুলি। জিও ফোনের ডেটা ভাউচারগুলি এখন জিও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

Loading videos...

কত টাকায় কত জিবি?

বিজিআর ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ২২ টাকার ডেটা ভাউচার ২ জিবি ডেটা দেয়। ৫২ টাকায় ৬ জিবি ডেটা এবং ৭২ টাকার প্যাক ব্যবহারকারীদের ১৪ জিবি ডেটা দেওয়া হচ্ছে। ১৪ জিবি ডেটার ক্ষেত্রে গ্রাহক দৈনিক হিসেবে পাবেন ৫০০ এমবি।

অন্যদিকে, ১০২ টাকা এবং ১৫২ টাকার প্যাকে পাওয়া যাবে যথাক্রমে ৩০ জিবি এবং ৬০ জিবি ডেটা। সে ক্ষেত্রে দিনে ১ জিবি এবং ২ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। এই প্যাকগুলির মেয়াদ ২৮ দিন।

জিও ফোনের বার্ষিক প্ল্যান

সম্প্রতি সংস্থার তরফে ৭৪৯ টাকার বার্ষিক জিও ফোন প্ল্যান আনা হয়েছে। ওই প্ল্যানের মেয়াদ এক বছর বা ১২ মাস। আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধার সঙ্গেই রয়েছে দিনে ২ জিবি ডেটা। পাশাপাশি নতুন ‘জিও ফোন ২০২১ অফার’-এ আরও দু’টি প্ল্যান ঘোষণা করেছে সংস্থা।

এই অফারগুলির মধ্যে অন্যতম দু’ছরের জন্য ফ্রি কলিং এবং প্রতি মাসে ২জিবি হাই স্পিড ডেটা। খরচ ১,৯৯৯ টাকায়। যাঁরা এক বছরের পরিকল্পনার জন্য বেছে নিচ্ছেন তাঁদের ১,৪৯৯ টাকা ব্যয় করতে হবে।

আরও পড়তে পারেন: বাগনানের খালোড় কালিবাড়ির ইতিহাস। | হাওড়া এর ছোট্ট শহর বাগনান 

Post a Comment

নবীনতর পূর্বতন