সন্দীপ মজুমদার, হাওড়া: দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়া-খড়্গপুর শাখায় লোকাল ট্রেন চালু করার দাবিতে রবিবার সাউথ-ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাগনান রেলওয়ে স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অজয় দলুই জানান করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে ৮ মাস যাবৎ লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যার ফলে বেকার হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। হকার থেকে শুরু করে যাঁরা শহর এলাকায় রুজি রোজগারের জন্য প্রত্যহ যাতায়াত করতেন আজ তাঁরা ঘরে বসে রয়েছেন। এইসব মানুষদের কথা ভেবে গত ২৬ মার্চ থেকে অজয়বাবুরা বিভিন্ন জায়গায় খাদ্যদ্রব্য বন্টন করছেন। কিন্তু শুধুমাত্র খাবার দিলেই তো হয় না, ওষুধপত্র বা অন্যান্য প্রয়োজনে অর্থের দরকার রয়েছে। আজ প্রায় ৭৫ শতাংশ মানুষ কর্মহীন অবস্থায় জীবন-মরণের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন। তাঁদের কথা ভেবে সেপ্টেম্বরের প্রথম দিকে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষের কাছে বারবার লোকাল ট্রেন চালানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের জিএম, ডিআরএম ও রেলওয়ে বোর্ড সব জায়গায় তাঁরা চিঠি দিয়েছেন তবুও এখনও পর্যন্ত ট্রেন চালানোর কোনও সিদ্ধান্ত না নেওয়ায় এইসব মানুষদের অবস্থা আরও খারাপ হয়ে পড়ছে। তাই অবিলম্বে লোকাল ট্রেন চালু করার জন্য তাঁরা এদিন বিক্ষোভ প্রদর্শন করেন। সংগঠনের সহ-সভাপতি বিভাস সামন্ত একই দাবি তুলে সরকার এবং রেল কর্তৃপক্ষকে গরিব মানুষদের দুরবস্থার কথা ভেবে দেখার জন্য অনুরোধ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন