নিজেস্ব প্রতিনিধি: বাগনান- রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশে পড়ে থাকা একটি আহত লক্ষী পেঁচাকে উদ্ধার করল বাগনান এন ডি ব্লকের বাসিন্দা চিত্রক প্রামানিক।মঙ্গলবার রাতে চিত্রক পেঁচাটিকে শ্রুশুষা করার পর সেটিকে পরিবেশে ছেড়ে দেয়।
জানা গেছে মঙ্গলবার রাতে ১৬ নং জাতীয় সড়কে মানকুড় মোড়ে রাস্তার পাশে একটি লক্ষী পেঁচাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে চিত্রক। পরে সে সেটিকে উদ্ধার করে বাড়িতে নিযে আসে। রাতে বাড়িতে পেঁচাটিকে সেবা শ্রুশুষার পর চিত্রক সেটিকে ছেড়ে দেয়।
চিত্রক জানান আহত লক্ষী পেঁচাটি যেভাবে রাস্তার পাশে পড়েছিল যদি আমি সেটাকে উদ্ধার না করতাম তাহলে তার প্রান সংশয় হতে পাটত। আর সেই কারণেই আমি পেঁচাটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিলাম।

একটি মন্তব্য পোস্ট করুন