বিজ্ঞাপন

 


বাগনান রেলস্টেশনে আসা রেলযাত্রীদের মধ্যে বহু অসুস্থ ও বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ থাকেন। যাঁরা স্টেশন প্লাটফর্মের সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারেন না। ট্রেনে ওঠার ক্ষেত্রেও তাঁদেরকে বহু প্রতিবন্ধকতার শিকার হতে হয়। সেইসব অসুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের কথা মাথায় রেখে বুধবার সাউথ-ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাগনান স্টেশন টিকিট কাউন্টারের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে একটি স্ট্রেচার ও একটি হুইল চেয়ার পরিষেবার উদ্বোধন করা হল। এখন থেকে এগুলি সংস্থার বাগনানের অফিসে রাখা থাকবে। এই পরিষেবা পাওয়ার জন্য বুকিং কাউন্টার ও প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় কয়েকটি মোবাইল নম্বর দেওয়া থাকবে। সেই নম্বরে যোগাযোগ করলে ৫-১০ মিনিটের মধ্যে স্ট্রেচার বা হুইল চেয়ার নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে যাবে। এদিন এই দুটি পরিষেবা ছাড়াও কয়েকশো দুঃস্থ মানুষের হাতে কাপড় ও লুঙ্গি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অজয় দলুই, সহ সম্পাদক আজিজুর রহমান, সভাপতি মহঃ এহিয়া, কার্যকরী সভাপতি অরূপ রতন সাহা, সহ-সভাপতি বিভাস সামন্ত, স্টেশন ম্যানেজার দীপক মজুমদার, জিআরপি সাব-ইন্সপেক্টর সৌরেন্দ্রনাথ দত্ত, বাগনান থানা সমন্বয় কমিটির সদস্য অনির্বাণ সামন্ত প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন