সন্দীপ মজুমদার, হাওড়া: রাজ্য জুড়ে মেঠো প্রতিবাদ আন্দোলনের মধ্যে দিয়ে আগামী বছর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে উৎখাত এবং তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় পুনর্বহাল করার আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেসের কৃষক ও ক্ষেতমজুর সংগঠন। এই উপলক্ষে তৃণমূলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাওড়া জেলার বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গ প্রদেশ কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেঠো প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালন করা হয়। এই প্রতিবাদ আন্দোলনে বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেনও সামিল হন। বুধবার আমতার চন্দ্রপুরে সংগঠনের হাওড়া জেলা সভাপতি তথা আমতা-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তপন চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কৃষি জমির উপরে আয়োজিত এই সভা থেকে কৃষক নেতারা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান। এবং কৃষক, ক্ষেতমজুর ও কৃষির উপর কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের তীব্র নিন্দা করা হয়। সার, কীটনাশক ও কৃষির যন্ত্রাংশের মূল্য বৃদ্ধির পাশাপাশি কৃষিক্ষেত্রে ভর্তুকি তুলে নেওয়ারও প্রতিবাদ জানানো হয়। কৃষক ও ক্ষেতমজুরদের প্রতি কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনাকে হাতিয়ার করে সভাস্থল থেকে আগামী বছর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় পুনর্বহাল করার আওয়াজ তোলা হয়। এদিন বাগনানের রামচন্দ্রপুর মৌজায় কৃষি জমির আলে দাঁড়িয়ে কৃষকদের বঞ্চনার প্রতিবাদে বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেনকে সরব হতে দেখা যায়। তিনি দ্ব্যর্থহীন ভাষায় কেন্দ্রীয় সরকারের কৃষি নীতির পাশাপাশি বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে বিষোদ্গার করেন।
পশ্চিমবঙ্গ প্রদেশ কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমতার চন্দ্রপুরে একটি কৃষি জমিতে আয়োজিত প্রতিবাদ সভায় সংগঠনের জেলা সভাপতি তপন চক্রবর্তী বলেন, কৃষকদের হাতে বিনামূল্যে শস্যদানা, সার, কীটনাশক তুলে দেওয়া, কৃষি পরামর্শ প্রদান ছাড়াও কৃষিক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত নয় বছরে যে উন্নয়নের নজির সৃষ্টি করেছেন এবং কৃষকদের প্রতি তাঁর যে সহমর্মিতা লক্ষ্য করা গিয়েছে স্বাধীনতার পর থেকে তা কোনওদিন লক্ষ্য করা যায়নি। তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এরাজ্যে ২২০ থেকে ২২৫ টি আসনে জয়ী হবে। তাছাড়াও উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি অন্ততপক্ষে ৪০ হাজার ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর পদে আসীন হবেন। আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এরাজ্যের কৃষকরা যে যথেষ্টই সহযোগিতা পান তা কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যেই স্পষ্ট। বিজেপি শাসিত রাজ্য গুলি সহ দেশের অন্যান্য রাজ্যে বারো হাজার কৃষক আত্মহত্যা করেছেন, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের একজন কৃষকও আত্মহত্যা করেননি। তিনি বলেন কৃষক ও ক্ষেতমজুরদের উপর কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনা তাঁরা মেনে নেবেন না। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সুশান্ত সাহা থলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত পোল্লে প্রমুখ। এদিন বাগনানের কাছারিপাড়ায় সংগঠনের বাগনান কেন্দ্র সভাপতি তথা বাগনান পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসুর নেতৃত্বেও এক প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালিত হয়।


একটি মন্তব্য পোস্ট করুন