সন্দীপ মজুমদার, হাওড়া: আচমকা রূপনারায়ণ নদের ভাঙনে ভয়াবহ বন্যার হাত থেকে বাগনানবাসীকে রক্ষা করার জন্য কোমর বেঁধে নামল সেচ দফতর। কয়েকদিন আগেই বাগনান থানার দ্বীপামালিতা ও নসিবপুর এলাকার প্রায় একশো কুড়ি ফুট নদী বাঁধ ধসে যায়। যার ফলে সারা বাগনান জুড়ে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের ঘুম ছুটে যায় এলাকাবাসীর। খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে যান সেচ দপ্তরের লোয়ার দামোদর কনস্ট্রাকশন ডিভিশন-২ নির্বাহী বাস্তুকার রঘুনাথ চক্রবর্তী। তারপরেই সেচ দফতরের উদ্যোগে তড়িঘড়ি বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়। রঘুনাথবাবু জানান, জলাধার থেকে ছাড়া জলের চাপ, বৃষ্টিপাত, কোটালের জলস্ফীতি এবং নদীর চোরা স্রোতের ফলেই এই ভাঙন সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। রূপনারায়ণের বাঁধ সংস্কারের জন্য আগেই মানকুর থেকে মেল্লক পর্যন্ত নয় কোটি টাকার একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।
যার মধ্যে চার কোটি টাকার ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে। বাকি পাঁচ কোটি টাকা পরবর্তী পর্যায়ে পাওয়া যাবে। এই চার কোটি টাকার মধ্যে থেকেই ক্ষতিগ্রস্ত নদী বাঁধ—সহ প্রায় আড়াইশো মিটারের কাজ শুরু হয়েছে। এই এলাকায় শালবল্লা ও বালি ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ দিয়ে ডাম্পিং করার কাজ চলছে। নদীর ভাঙন স্থানীয় বাসিন্দাদের কপালে ভাঁজ ফেলেছিল। সেচ দফতর কাজ শুরু করার পরে এখন তাঁরা অনেকটাই নিশ্চিন্ত বোধ করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, এই বাঁধ ভাঙলে বাগনান-১ ও ২ ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। তবে সেচ দপ্তর যেভাবে কাজ শুরু করেছে তাতে তাঁরা অনেকটাই স্বস্তি বোধ করছেন বলে জানিয়েছেন।



একটি মন্তব্য পোস্ট করুন