দিল্লির হয়ে আজ কলকাতার বিরুদ্ধে তিনি থাকবেন ডাগ-আউটে।
নিজস্ব প্রতিবেদন : নামেই কলকাতা। কিন্তু দলে কোনও বাঙালি ক্রিকেটার নেই। বাঙালি তো ছাড়ুন, বাংলা তথা কলকাতার কোনও অবাঙালি ক্রিকেটারের নাম-গন্ধও নেই শাহরুখ খানের দলে। তবুও কলকাতার সমর্থনে গলা ফাটান বাংলার মানুষ। ঘরের দল বলে কথা! ইডেনে খেলা মানে যেন অকাল উত্সব। ক্রিকেট বলে কথা। সমর্থকরা মুখ ফিরিয়ে রাখেন কী করে! সৌরভ গঙ্গোপাধ্যায় এই আবেগের কথা জানেন। আন্দাজ করতে পারেন। আইপিএলে কলকাতা ফ্র্যাঞ্চাইজির প্রতি বাংলার ক্রিকেটপ্রেমীদের সমর্থনকে তিনি খাটো করেন না। তবুও দিল্লির জন্য সমর্থনের আবদার করেন!
তিনি সিএবি সভাপতি। এতদিন ইডেনে খেলা হলে যাবতীয় দায়-দায়িত্ব সামলেছেন দক্ষ হাতে। অনুপস্থিত থাকলেও ইডেনের ব্যাবস্থাপনার খোঁজ নেন নিয়ম করে। ম্যাচ আয়োজনের কোথাও যেন কোনও ফাঁক না থাকে, সে দায় তাঁর এখনও আছে। কিন্তু এবার তিনি নতুন ভূমিকায়। দিল্লি দলের পরামর্শদাতা। আর সেই দিল্লির হয়ে আজ কলকাতার বিরুদ্ধে তিনি থাকবেন ডাগ-আউটে। তার আগে কলকাতার ক্রিকেটপ্রেমীদের কাছে দিল্লির জন্য সমর্থনের আবদার করে রাখলেন সৌরভ। ফেসবুকে একটি ভিডিয়ো বার্তায় তিনি বললেন, দিল্লির সঙ্গে কলকাতার খেলা দেখতে আপনারা অবশ্যই মাঠে আসবেন জানি। এটাও জানি, আপনাদের সমর্থন থাকবে কলকাতার জন্য। তবুও বলব, দিল্লিকেও কিন্তু সমর্থন করতে হবে। ঘরের মাঠে দিল্লি জিতেছিল কলকাতার বিরুদ্ধে। কলকাতার পাশাপাশি দিল্লিকেও সমর্থন করুন।

একটি মন্তব্য পোস্ট করুন