#বার্লিন: জার্মানিতে বসে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১০ বছরের জেল হতে চলেছে ভারতীয় দম্পতির৷ ওই দেশে বসে শিখ ও কাশ্মীরিদের গতিবিধির ওপর নজরদারি নজরদারি চালানোর অপরাধে মঙ্গলবার তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছেন জার্মানির আইনজীবীরা৷
জানা গিয়েছে ২০১৫ সালের জানুয়ারি মাস থেকেই এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন ৫০ বছরের মনমোহন এস৷ তাঁর স্ত্রী ৫১ বছরের কানয়ালজিত যোগ দেন ২০১৭ সালে৷ জার্মানির গোপনীয়তা আইন লঙ্ঘন করে তারা নিয়মিত ওই দেশের শিখ সম্প্রদায় ও কাশ্মীরিদের গতিবিধির খবরাখবর RAW-কে জানাতো বলে জানা গিয়েছে৷ এই কাজ করে তাকা ৭,২০০ ইউরো বা ৮,১০০ মার্কিন ডলার উপার্জনও করেছেন৷ ভারতীয় অঙ্কে যার মূল্য সাড়ে ৫ লক্ষেরও বেশি৷
গত ২৮ মার্চ তাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে৷ অভিযোগ প্রমাণিত হলে হতে পারে ১০ বছরের সাজা৷

একটি মন্তব্য পোস্ট করুন