বিজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদন: উপলক্ষ্য ছিল মুকেশ আম্বানির মেয়ে ঈশার বিয়ে। সেই বিয়ের অনুষ্ঠানেই যেন স্বর্গ নামিয়ে নিয়ে এলেন রিলায়েন্স মালিক। রূপকথার শেষকথা যাকে বলে। আমন্ত্রিতদের তালিকা দেখলেই ভিরমি খেয়ে যেতে হয়! বলিউডের সব তারাই এই বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ঈশা ও আনন্দের বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন মুলুকের প্রাক্তন সেক্রেটারি অব স্টেট জন কেরি এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাক্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন। এই বিয়ের অনুষ্ঠানেই এক ফ্রেমে ধরা পড়লেন আমির, শাহরুখ, অভিষেক, করণ জোহর থেকে শুরু করে গৌরি, ঈশ্বর্য। শুধু এক ফ্রেম বললে কম বলা হবে। বলতে হবে একসঙ্গে নাচতেও দেখা গেল একঝাঁক তারকাদের।   আমির, শাহরুখ তো বটেই, সলমনের কিক ছবির গানে কি না শূন্যে হাত তুলে কোমর দুলিয়ে দিলেন খোদ অভিষেক বচ্চনও।

আরও পড়ুন- 

মিকার গলায় ‘জুম্মে কি রাত’ বাজতেই যেন কেঁপে উঠল মঞ্চ। সেই সময় মঞ্চে উপস্থিত ঈশ্বর্যও। বচ্চন বধূ যদিও ব্যস্ত ছিলেন আতিথেয়তায়। মুকেশ আম্বানির সঙ্গে কুশল বিনিময় করার পর অবশ্য তিনিও আর নিজেকে আটকে রাখতে পারলেন না। ‘জুম্মে কি রাত’-এ নাচলেন ঈশ্বর্য রাই বচ্চনও।

Post a Comment

নবীনতর পূর্বতন