বিজ্ঞাপন


 জী 24 ঘণ্টা প্রতিবেদন :  দ্রুতগতিতে ছুটছিল ট্রেন। সেই অবস্থাতেই ট্রেনের বগি থেকে আলাদা হয়ে গেল ইঞ্জিন। আর তারপর? বগি ছাড়াই এক কিমি ছুটল ইঞ্জিন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আলিপুরদুয়ারে।
ঘড়িতে তখন সকাল সাড়ে ৯টা। ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ছুটছিল বেঙ্গালুরু-তিনসুকিয়া এক্সপ্রেস। আলিপুরদুয়ারের বীরপাড়া ব্লকে রাঙালিবাজনা ও মাদারিহাটের মাঝের লেভেল ক্রসিংয়ে বগি থেকে আলাদা হয়ে যায় ট্রেনের ইঞ্জিন। এরপর প্রায় ১ কিলোমিটার পথ বগি ছাড়াই ছোটে ইঞ্জিন। সজোরে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে বগিগুলি।
যাত্রীরা জানিয়েছেন, হঠাত্ একটা প্রবল ঝাঁকুনি। তারপরই ট্রেন দাঁড়িয়ে যায়। বরাতজোরে বড়সড় দুর্ঘটনার  হাত থেকে রক্ষা পান যাত্রীরা। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন রেলকর্মী ও রেলের ইঞ্জিনিয়াররা।
প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, কাপলিং ঠিকমতো না লাগানোতেই বিপত্তি ঘটে। বগির থেকে

Post a Comment

নবীনতর পূর্বতন